| |
               

মূল পাতা ইসলাম ১৪তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


১৪তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     06 April, 2023     06:23 AM    


জেনে রাখা ভালো-
রহমতদিনগুলো পেরিয়ে মাগফিরাতের দিনগুলো চলছে, সময়কে কাজে লাগিয়ে সফলতা অর্জনে এগিয়ে চলি।

করবো-
রিয়া বা লোক দেখানো মুক্ত সৎ আমল

ছাড়বো-
পুরুষের নারী বেশ ধারণ করা। নারীর পুরুষ বেশ ধারণ করা

মাসআলা-
কানের ময়লা বাইর করার দ্বারাও রোজা ভাঙবে না। মারাকিল ফালাহ : ৩৪২

ভুল ধারণা-
ফরজ গোসল নিয়ে সাহরি খাওয়া যায় না। তবে শরিয়তের নিয়ম হল গোসল ফরজ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে গোসল করে ফেলা। কিন্তু তার মানে এই না যে, গোসল ফরজ হয়ে গেলে সাহরি খাওয়া যাবে না।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ১৪তম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
‘রমযান মাস এলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়।’ (বুখারি ১৮৯৯)

উপকারিতা-
লম্বা সময় খাবার থেকে বিরত থাকার কারণে পরিপাকতন্ত্র বিশ্রাম পায়, লিভার থেকে এনজাইম নিঃসরণ হয় যেগুলো শরীরের চর্বি এবং কোলেস্টেরলকে ভেঙ্গে বাইল এসিডে রুপান্তরিত করে যেটা কিনা পরিশেষে হজমশক্তি বৃদ্ধি করে।

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।